Tuesday, January 25, 2022

।। চাই না আমি ।।

 

 ।। মাসকুরা বেগম ।।


চাই না আমি প্রযুক্তির এমন উন্নতি
যে নির্ধারণ করে আমার লিঙ্গ 
হত্যা করে আমাকে মাতৃগর্ভে 
চিকিৎসা বিজ্ঞানের এই নিকৃষ্ট উন্নতি থেকে 
চাই মুক্তি ।

চাই না আমি এমন পরিবেশ
যেখানে পাঁচ বছরের আমি
কোনো বিকৃত পুরুষের দ্বারা 
ক্ষত বিক্ষত আমি পড়ে থাকি 
কোনো এক ঝোঁপের মাঝে লাশ হয়ে ।

চাই না আমি এমন শিক্ষাঙ্গন
যেখানে আমাকে প্রতিনিয়ত ভাবতে হয় 
নিজের সম্মান আর নিরাপত্তা নিয়ে
প্রতিভার চেয়ে যেখানে চেহারার দাম বেশি 
কীভাবে হবে সেখানে সর্বাঙ্গিন বিকাশ !

চাই না আমি এমন স্বাধীনতা
যে স্বাধীনতা ভোগ করার জন্য
হতে হবে আমাকে অর্ধনগ্ন 
ছাড়তে হবে ঘর, বেরুতে হবে রাস্তায় 
চাই আমি সর্বত্র আমার নিরাপত্তা ।

চাই না এমন সভ্যতা
যে সভ্যতার মাঝে গুরুত্ব পায় নগ্নতা
সংস্কৃতির নামে ঠেলে দেয় আমায় রেম্পে 
বিক্রি হয় দেহের সৌন্দর্য্য, হারিয়ে যায় লজ্জা 
খোলা পিঠ চাপড়ে বলা হয় 
'ইউ আর সো বোল্ড, বেবি'!

চাই না আমি এমন আধুনিকতা
যেখানে নেই প্রেমিকার মান-সম্মান
নেই স্বামী-স্ত্রীর প্রেম-ভালোবাসা 
বুঝাপড়া অভাবে হয় 
কথায় কথায় তালাক !
মা হয়ে যদি শেষ ঠাঁই হয় বৃদ্ধাশ্রম 
চাই না আমি এমন আধুনিকতা ।

বিষয় : কবিতা
গুয়াহাটি । আসাম ।

              

Monday, November 16, 2020

THE MAN BEHIND THE NATIONAL EDUCATION DAY

 THE MAN BEHIND THE NATIONAL EDUCATION DAY : MAULANA ABUL KALAM AZAD

“We must not for a moment forget, it is a birthright of every individual to receive at least the basic education without which he cannot fully discharge his duties as a citizen.” – Moulana Abul Kalam Azad.

National Education Day is celebrated on 11th November, the birth anniversary of the first education minister of Independent India Maulana Abul Kalam Azad. The day has been celebrated as National Education Day since 2008. His contribution to establish the education foundation in India is very significant. 

As India’s first education minister he noticed that India had been suffering the problem of illiteracy everywhere. Understanding the fundamental rule of education, he laid emphasise on the development of both elementary and secondary education. He especially emphasised on educating the rural poor and girls. 

As chairman of the Central Advisory Board of Education, he emphasised to adult literacy, universal primary education, free and compulsory education for all children up to the age of 14, girls’ education and diversification of secondary education and vocational training.

He was the man behind the establishment of India’s first Indian Institute of Technology (IIT) in Kharagpur in 1951, University Grant Commission (UGC) in 1953. He was also primary propagator of Indian Institute of Science in Bangalore and Faculty of Technology of Delhi University. He was the founder of Jamia Milia Islamia in Delhi. 

Moulana Sayyid Abul Kalam Gulam Muhiyuddin Ahmed Bin Khairuddin Al-Hussaini Azad (Moulana Abul Kalam Azad) was born on 11th November 1888 in Mecca, Saudi Arabia. After two years in 1890 his family back to India and settled in Calcutta (Kolkata). He was a great scholar, theologian, Urdu poet, journalist, foremost freedom fighter and active leader of India National Congress during Indian Independence Movement. He was a leader of Khilafat Movement, during which he came into close contact of Mahatma Gandhi, the Father of Nation in India. Along with Mahatma Gandhi he fought for the independent India from the British Rule. He actively participated in Civil Disobedience Movement, Non-cooperation Movement, Swadeshi Movement, Quit India Movement etc., the great educationist Moulana Abul Kalam Azad was died on 22nd February 1958. In 1992 he was awarded The Bharat Ratna Award. 

He brought a revolutionary educational development in India during his education ministry tenure in 1947 to 1958. He impressed entire India with his foresight, knowledge, merit and his writings.  For his significant role in Indian education, the Government of India declared his birthday is celebrated as the National Education Day.


Maskura Begom

Guwahati. Assam

01/11/2020



Sources :-


1. m.ecomonictimes.com

2. en.m.wikipedia.org

3. Moulana Abul Kalam Azad 

by Meena Manishika

Sunday, November 1, 2020

Books are the best company

 BOOK - THE BEST COMPANY 

         Book is considered as the best company of loneliness. Book gives us plenty of joy, we learn many things from it. Books improve our imagination, study habits, knowledge, vocabulary, contents, language, understanding, etc.

             When we feel depressed, stressed and loneliness. If we want to relief such type of mental illness, we should read books. Books may play the role of the best friend forever. We feel relaxed when we spent our bad time with friends. Our friends may left us but book never leave us. It gives company when we want. We will be refreshed if we spent time with a good book. 

      There are many types of books i.e. story book, poetry book, biography book, novel, books on history  etc..If we read books then we may not only improve  our knowledge,understanding but also improve our mental health. Improving mental health is very important for everyone. If we have a habit of self study, habit of reading books then we may overcome our problem of anxiety of problem solving in any subject. Reading book may develop our self study and then we will be beneficial. If we acquire the habit of reading at our young stage we will be a happy one. We have secured a lifelong source of pleasure, instruction and inspiration. We don't feel  boredom, don’t feel loneliness if our souls have a close connection with books. If we get a chance to read books then feel happy and face is shining with happiness. 


          The person feels lonely and bore who don’t have a company like books. He/ she mentally suffer a lot who has not interest in book. Books are precious. These are filled with knowledge, noble thoughts and ideas. Who do not read books are empty of these wealth. If we accept books as our company, then we get an opportunity to be rich with knowledge, noble thoughts and high ideals etc,. There are many books on history, biography, philosophy, literature, religion, travel and science which we ought to read. Reading books not only give us pleasure but also educate and give knowledge in many subjects. Poetry gives us novel thoughts beautiful imaginings, lovely and musical pleasures.                    

           Besides reading books, we may write books on
various subjects may write poetry, story, essay or novel etc,. And enjoy a lot, get refreshed, charmed and healthy ourselves. Writing a story or a poem or an article or a novel etc,. improve our imagination, thoughts and ideas etc,. Our mental health improves and we feel good and healthy. 


       When we can’t visit our friends, neighbours and relatives then we feel alone if we read or write story, poem or books then we may overcome the problem of loneliness .When we read a book we forget all trouble things for a while. Our mind become refresh, all anxieties are gone away. We feel that we are with our friends. A book has no tongue but it's description is very attractive. A book reflects different society, culture of people living in different places. All these are the characteristics of a good book.

       Books are true friends, our friends may go
away but books can’t, that’s why books are the best company of a man or woman, teacher or student, writer or reader, critics or commentators, that's why books are the best company of everyone.

               
                                      Written by, Maskura Begom.
                                       Guwahati, Assam. India.
                                        01/11/2020

Saturday, October 31, 2020

Reason behind the differences in costume of different places

      People living in different places wear different clothes are called costumes.

     The reason behind the differences in costume of people living in different places are  as follows :----

1. Differences in climate of different places that is climate of one place is cold whereas another place is hot.

2.  Availablity of resources for the making of costume is also a reason for the particular costume of particular area.

3. Respect towards culture and traditions of particular society is also influenced in difference in costume of different places.

 4. Differences in choices of people living in different places create different costume.

5. Differences in social life of people of different places are also responsible for differences in costume.

6. Availablity of that kind of clothes in particular area is also shown differences in costume.

7. Availablity of raw materials for making of dresses of particular area is also bring differences in costume.

8. Lack of availability of other options also a reason for the particular costume of particular area.

9. Differences in believe of different religions among people is also responsible for the differences in costume.

10. Differences in speaking language is also bring differences in costume. 

                     

                    Written by Maskura Begom.

                     Guwahati. Assam.

                     31/10/2020

Wednesday, October 7, 2020

ছোটগল্প # হায়রে এন আর সি

 ছোটগল্প  

      
 হায়রে এন. আর. সি.
                                    
                                    
- মা মা মা, বলে বাড়িতে ঢুকছে মুন্না।
- আস্তে আস্তে মা বোধহয় ঘুমাচ্ছেন।
    ঘর থেকে দৌড়ে বেরিয়ে এসে জবাব দে রহিমা। এক মাস হয়েছে মুন্নার সাথে বিয়ে হয়েছে রহিমার। শান্ত, সুশ্রী মেয়ে। মুন্নার মা-ই পছন্দ করে মেয়ে এনেছেন। তিনি ওকে বউ ভাবতেই পারেন না। নিজের তিন ছেলে। মেয়ে একটা ছিল। পাঁচ বছর বয়সে চলে গেছে বেহেশতে। 
  - মা তো দিনের বেলা ঘুমান না, কোনো দিন। শরীর খারাপ নাকি। মুন্না বললো।
    - মা না খুব আনমনা হয়ে কি যেন ভাবছেন, কি যেন কষ্ট পাচ্ছেন । আমি পাশে গিয়ে বসে জিজ্ঞেস করলাম, 'আম্মা আপনার কি শরীর খারাপ?' কিছু বলছেন না। যখন আমি বেশি জোর করলাম শুধু 'হায় যে এন আর সি' বলে কান্নায় ভেংগে পড়লেন। আমার আর কিছু জিজ্ঞেস করার সাহস হয়নি। মা কেন এমন করলেন? কি কষ্ট মায়ের মনে?

    মুন্না তখন বলতে শুরু করল। ওর মা বেগমকে স্বামী, শশুর-শাশুড়ী, ননদ সবাই স্নেহ করতেন। তিনি নিজের গুনে সবাইকে খুব আপন করে নিয়েছিলেন। ওর দাদার অনেক কৃষি কর্মের জমি। তাই বাবা আলীকে কৃষি কর্মই করতে হয়েছে। কিন্তু এই কৃষক বাবা আলী কিন্তু খুব জ্ঞানী ছিলেন। গ্রামের মানুষ খুব শ্রদ্ধা করত। যখন কোনো বিষয়ে বক্তৃতা আরম্ভ করতেন, অনেক শিক্ষিত লোকই লজ্জায় মুখ লুকাতো। গ্রামের মানুষ জোর করে সভাপতি আসনে বসাতো উনাকে। বেগম ও আগলে রেখেছিলেন পরিবার, সম্পত্তি সব কিছুই। আলী ও বেগমের সুখী সংসার। 
 
     ২০১৫ ইংরাজীতে শুরু হলো এন. আর. সি. প্রক্রিয়া। দৌড় শুরু হলো নথিপত্র যোগাড়ের । বেগম যখন নবম শ্রেণীতে পড়তেন তখন  বিয়ে হয়ে যায়। স্কুল সার্টিফিকেট ও বের করা হয়নি। বার্থ সার্টিফিকেটটা আজকের মতো তো সঙ্গে সঙ্গে রেজিস্ট্রি হয়নি। স্কুল থেকে সার্টিফিকেট আনলেন তো নামটা ভোটার আইডি কার্ডের সাথে মিলে না। এক জায়গায় করিমা বেগম তো অন্য জায়গায় কারিমা বেগম।বাপ-দাদার লিগ্যাসি, তাও আছে। তারপর বিবাহিত মহিলার নাকি আবার নিজ বাবার গ্রামের পঞ্চায়েত সার্টিফিকেট ও আনতে হবে। তাই আনলেন। ২০১৮ ইংরাজীতে ভেরিফিকেশন ও হয় গোয়ালপাড়ায়। ২০১৯ আবার ভেরিফিকেশনর ডাক আসে উনারা ভাই-বোনদের সবার করিমগঞ্জ থেকে। যেখানে উনাদের চৌদ্দ গুষ্টির ও কেউ নেই । তারপর ও যেতে হবে সরকারি নির্দেশ। আবার না দেশ ছাড়া হতে হয়। রমজান মাসের দিন, কাঠফাটা রোদ। রোজা রেখে রোওয়ানা দিলেন কামরূপের প্রত্যন্ত গ্রাম থেকে। এক কিলোমিটার ই-রিকসা, তিন কিলোমিটার টেম্পু তারপর বাসে শরাইগাট  হয়ে ব্রহ্মপুত্র পার হয়ে গুয়াহাটি । এখানে উঠলেন নিজ ভাইয়ের ভাড়াঘরে। তিন বোন, দুই ভাই এক সাথে জড়ো হলেন ভিন্ন ভিন্ন জায়গা থেকে । ভোরের ট্রেনে গুয়াহাটি পল্টনবাজার রেলস্টেশন থেকে রোওয়ানা দিলেন করিমগঞ্জের বদরপুর অভিমূখে।গুয়াহাটি - বদরপুর পাহাড়ীয়া রাস্তার সুন্দর দৃশ্য উপভোগ করলেন কিন্তু ভালো খাবারের ব্যবস্থা হলো না বাচ্চাদের জন্য। জীবনে প্রথম বার এতো দীর্ঘ যাত্রা। বিকেলে বদরপুর পৌঁছে একটি হোটেলে উঠলেন। সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করতে লাগলেন। ছোট ভাইটা বেরিয়ে পড়লো ভেরিফিকেশন সেন্টারের খোঁজে। ও পেশায় উকিল। গুয়াহাটি হাইকোর্টে কাজ করে।খোঁজ পেলো সেন্টারটা শহর থেকে ভিতরের দিকে গ্রামে। ফিরে এসে হোটেলে বিশ্রাম নিলো। পরেরদিন ভেরিফিকেশন।  এখানে  খাবার-দাবার মুটামুটি ভালোই । হোটেল থেকে রাত্রে খাবার নিয়ে রেখে দিলেন সেহরী খাবার জন্য। সেহরী সেরে, ফজরের নামাজ পড়ার পর আর কারো চোখে ঘুম আসলো না। ভোরের আলো দেখা দিলে বেরিয়ে পড়লেন অচেনা গ্রামের উদ্দেশ্যে। সেখানে গিয়ে যে সেন্টারে উপস্থিত হলেন ওরা বললো এই সেন্টার না। গ্রামের অপর প্রান্তে আর একটা সেন্টার আছে সেখানে যেতে হবে। তড়িঘড়ি রোওয়ানা দিয়ে পৌঁছলেন সেখানে। দুপুর অবধি অপেক্ষা করার পর ডাক আসলো। তারপর কাজ শেষ করে হোটেলে পৌঁছলেন।ব্যাগ-ট্যাগ গোছালেন । রাত্রে গুয়াহাটি অভিমূখী ট্রেনে করে যাত্রা শুরু করলেন। সারা রাত দুচোখে একটুও ঘুম আসলো না বেগমের। রাত একটা বা দুটোর মধ্যে ছোট ভাইটার ফোনটার রিং বেজে উঠলো। কেন যেন ফোনটা রিসিভ করে হুড়মুড় করে ট্রেনের বার্থ থেকে নেমে গেল। প্রায় পনেরো বা বিশ মিনিট পর চলে এলো। জিজ্ঞেস করলেন, - কি হয়েছে?
- কিছু না, তুমি একটু ঘুমাও বু।
- ঘুম আসছে না, মনটা ভালো লাগছে না ।
 কিছু না বলে চুপচাপ শুয়ে পড়লো ভাইটা। বড় ভাই ঘুমাচ্ছিলেন। একবার উঠলেন ওয়াশরুমের দিকে গেলেন। পিছনে ছুটে গেল ছোট ভাইটা। তারপর এসে চুপচাপ শুয়ে পড়লো ওরা। কোনো কথা বলছে না। বেগম ও কিছু বলতে পারছেন না। নিস্তব্ধ ট্রেন ছুটে চলছে। সকালে গুয়াহাটি পৌঁছলে ওরা একটা ভেনগাড়ী নিয়ে এসে বললো যে এখনি ফোন এসেছে বেগমের স্বামীর একটু শরীরটা খারাপ লাগছে তাই সবাই মিলে সোজা সেখানে গিয়ে উনাকে দেখে আসবেন। বেগম বাকরুদ্ধ হয়ে গেলেন। ওরা সান্ত্বনা দিলো - কিছু হয় নি। 
গাড়ি ছুটে চলছে। সবাই চুপচাপ বসে আছে। গাড়ি গিয়ে পৌঁছলো বাড়ীর পাশে। বেগম গাড়ি থেকে হুড়মুড়য়ে নেমে যান বাড়ীর সদর দরজায়। উঠোন ভর্তি মানুষ। থমথমে পরিবেশ। পাগলের মত দৌড়ে গিয়ে দেখেন খাটের উপর শুয়ে আছে কেউ যেন,  সাদা কাপড়ের নিচে। আর একটু এগিয়ে গিয়ে মুখটা দেখে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যান। 
ছেলেরা মাকে দেখে কান্নায় লুটিয়ে পড়ে। আলীর মৃতদেহ পড়ে আছে খাটে। ঐ রাতে ভাত খাবার পর আলীর কি রকম যেন অসস্তি অনুভব হয়, বমি হয়। আলীর মা বুঝতে পেরে নাতিদের ডাকেন। রাত বারোটায় হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার দেখে জানান যে সব শেষ, উনার স্ট্রোক হয়েছিল। কতই বা বয়স হয়েছিল আলীর। পঞ্চাশ হবে। পুত্র শোকে অসুস্থ হয়ে পড়েন আলীর মা।তারপর কিছু দিন পর তিনি ও চলে যান পরলোকে। 
 - তখন থেকে মা দূর্বল হয়ে পড়েছেন, আব্বার চলে যাওয়ার মূহুর্তে পাশে থাকতে না পারায় কেমন যেন হয়ে গেছেন। চোখ মুছতে মুছতে মুন্না বললো।
 রহিমা সব জেনে শুধু চোখের জল মুছে আর ওর মূখ দিয়ে ও বেরিয়ে আসে 
- হায় রে এন. আর. সি.-র হিয়ারিং।

                                            মাসকুরা বেগম।
                                          গুয়াহাটি। আসাম।
                                           ৮/১০/২০২০

।। চাই না আমি ।।

    ।। মাসকুরা বেগম ।। চাই না আমি প্রযুক্তির এমন উন্নতি যে নির্ধারণ করে আমার লিঙ্গ  হত্যা করে আমাকে মাতৃগর্ভে  চিকিৎসা বিজ্ঞানের এই নিকৃষ্ট ...